ফরিদপুরের সদরপুরে এতিম ও সুবিধাবঞ্চিতদের ৩৩ লক্ষ টাকার অনুদান প্রদান
ফরিদপুরের সদরপুর উপজেলায় সরকারের ক্যাপিটেশন গ্রান্ড কর্মসূচির আওতায় ১৩টি মাদ্রাসায় অনুদানের চেক বিতরণ করা হয়েছে। এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে মোট ৩৩ লক্ষ ২৪ হাজার টাকা বিতরণ করা হয়।বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানার অফিসকক্ষে আনুষ্ঠানিকভাবে এই অর্থ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। ইউএনও জাকিয়া সুলতানা উপস্থিত মাদ্রাসা প্রতিনিধিদের হাতে চেক তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী শামীম আহমেদসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সরকার প্রান্তিক ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে ধারাবাহিকভাবে এই অনুদান দিয়ে যাচ্ছে, যাতে তারা শিক্ষার মূল স্রোতে সম্পৃক্ত হতে পারে।
উল্লেখ্য, এই ক্যাপিটেশন গ্রান্ডের অর্থ মূলত এতিম ও পথশিশুদের জন্য পরিচালিত মাদ্রাসাগুলোতে শিক্ষার মানোন্নয়ন, খাদ্য, পোশাক ও অন্যান্য প্রয়োজনীয় সহায়তায় ব্যবহৃত হয়।